
মঙ্গলবার ০৬ মে ২০২৫
তীর্থঙ্কর দাস: হিজাব পরে নেওয়া যাবেনা ক্লাস। হিজাব পরার ‘অপরাধে’ এলজেডি আইন কলেজ থেকে ইস্তফা দিতে 'বাধ্য' হয়েছেন অধ্যাপিকা সানজিদা কাদের। পুরো ঘটনার কথা সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি। সানজিদা লেখেন, "কলেজ কর্তৃপক্ষের হিজাব-বিরোধী নীতির জন্যই পদত্যাগ করতে হচ্ছে আমাকে"। রামপুরহাটের মেয়ে সানজিদা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এলজেডি আইন কলেজের অধ্যাপিকা। রমজান মাস থেকে তিনি হিজাব পরা শুরু করেন। ৩০ মে কলেজ কর্তৃপক্ষ ফোন করে ডেকে 'পোশাক-বিধির' ব্যাপারে অবগত করেন। কলেজ কর্তৃপক্ষ তাঁকে হিজাব পরতে নিষেধ করেন। ইতিমধ্যেই রাজ্যের সংখ্যালঘু কমিশনের দ্বারস্থ হয়েছেন সানজিদা। কমিশনের চেয়ারপার্সন হাসান আহমেদ ইমরান জানান, ‘‘আমরা অবশ্যই কলেজ কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চাইব।’’ কলেজের চেয়ারম্যান গোপাল দাস জানিয়েছেন, তাঁদের প্রতিষ্ঠানের পোশাক-বিধির কথা। কর্মীদের পোশাকী ট্রাউজ়ার্স, শাড়ি, সালোয়ারের কথা বলা আছে। তিনি আরও বলেন, ‘‘আমাদের ড্রেস কোডে ধর্মীয় কিছু পরা যাবে না।’’ সমাজমাধ্যমে অধ্যাপিকার পাশে দাঁড়িয়েছেন অনেকেই। পাশে দাঁড়িয়েছেন তাঁর সহকর্মীরাও।সানজিদার প্রশ্ন, হিজাব ধর্মীয় চিহ্ন বলে বাতিল হলে শাঁখা, নোয়া, সিঁদুর কেন নয়? ঝামেলার কথা আঁচ করতে পেরেই কলেজের পক্ষ থেকে অধ্যাপিকাকে তাঁর পদত্যাগপত্র ফিরিয়ে নিয়ে কাজে ফেরার কথা বলা হয়। যদিও মঙ্গলবার তিনি কলেজে যাবেন না বলেই জানিয়েছেন। পরবর্তী পদক্ষেপ কী নেবেন সেই নিয়ে এখনই কিছু বলতে নারাজ অধ্যাপিকা।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪